গুপ্তিপাড়ার রথযাত্রা বাংলার রথযাত্রা গুলোর মধ্যে অন্যতম বিখ্যাত রথ যাত্রা। নানা মতভেদ থাকলেও  মনে করা হয় ১৭৪০ সালে এই রথ উৎসব শুরু করেন মধুসুদানন্দ। গুপ্তিপাড়ার রথকে বলে বৃন্দাবন জীউর রথ। কিন্তু অন্যান্য জায়গায় রথ বলতে মূলত জগন্নাথ দেবের রথ হিসাবেই পালন করা হয়। গুপ্তিপাড়ার রথের বৈশিষ্ঠ হল, উল্টো রথের দিন এখানে ভান্ডার লুট হয়। ভারতবর্ষের কোথাও এই ভান্ডার লুট প্রথার প্রচলন দেখা যায় না। 

ছবি - বিদেশ দত্ত ।


এই রথ যাত্রাটি পরিচালনা করেন শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠ। এই মঠটির বৃন্দাবনচন্দ্র এবং কৃষ্ণচন্দ্র মন্দির দুটি আটচালা, রামচন্দ্র মন্দিরটি একচালা শৈলীর। রামচন্দ্র মন্দিরটি চমৎকার পোড়ামাটির ফলকে অলংকৃত। 

জগন্নাথ দেবের রথটি 36 ফুট উচু এবং 34 ফুট × 34 ফুট চওড়া এবং 16টি চাকা বিশিষ্ট। রথের ধরনটি নবরত্ন। 


ইতিহাস

ঠিক কবে এই রথ যাত্রার সূচনা হয় তা ঠিক করে বলা যায় না। আনুমানিক ৪০০ বছরের পুরনো এই রথযাত্রা। কিছু মানুষের মতে আনুমানিক ১৭৩৫ থেকে ১৭৪০ এর মধ্যে এটির সূচনা হয়। আবার অন্য মত অনুসারে শ্রী শ্রী বৃন্দাবনচন্দ্র জিউ মঠের স্বামী মধুসূদানন্দের দ্বারা ১৭৪০ এই রথযাত্রার সূচনা হয়। ১৮৭৩ সালে স্বামী পৃথানন্দ রথযাত্রার সময় রথের নিচে পিষ্ট হয়ে মারা যান। এই ঘটনার পর রথের ১৩টি চূড়া কমিয়ে ৯টি চূড়ায় নিয়ে আসা হয়। 

ছবি - বিদেশ দত্ত ।


এই রথযাত্রার ভান্ডারলুট একটি অন্যতম বৈশিষ্ট্য


ভারতের অন্য স্থানের মতন এই দিন জগন্নাথ দেব তার মাসির বাড়িতে লোকচক্ষুর আড়ালে বন্ধ ঘরে থাকেন। এই দিন জগন্নাথ দেবকে সুস্বাদু অনবদ্য নিরামিষ ভোগ দেওয়া হয়। জগন্নাথ দেবের মাসির বাড়িতে ৫২টি সুস্বাদু নিরামিষ পদে প্রায় ৪০ কুইন্টাল খাবারের 'ভাণ্ডার লুট উৎসবটি পালন করা হয়।


প্রেক্ষাপট


কথিত আছে স্ত্রী লক্ষ্মী দেবীর সঙ্গে মন কষাকষি হওয়ায় জগন্নাথ লুকিয়ে মাসীর বাড়ি এসে আশ্রয় নেয়। সেখানে সুস্বাদু খাবার পেয়ে জগন্নাথদেব মাসির বাড়িতেই থেকে যান। অন্যদিকে লক্ষ্মীর মনে সন্দেহ দানা বাঁধে যে স্বামী বোধহয় পরকীয়ার টানে কোথাও চলে গিয়েছেন। পরে তিনি বৃন্দাবনের কাছে জানতে পারেন যে পরকীয়া নয় মন কষাকষির কারণেই জগন্নাথ মাসির বাড়িতে আশ্রয় নিয়েছেন। তারপরেই স্বামীকে ফিরিয়ে আনতে লক্ষ্মী লুকিয়ে  মাসির বাড়িতে পৌঁছে সর্ষে পােড়া ছিটিয়ে আসেন। কিন্তু, তাতে কোনো কাজ না হওয়ায় বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র লোকজন জড়ো করে নিয়ে মাসির বাড়িতে পৌঁছে যান। 


সেখানে গিয়ে তারা দেখেন যে ঘরের তিনটি দরজাই বন্ধ। তখন লক্ষ্মীর অনুরোধে  বৃন্দাবন ও কৃষ্ণচন্দ্র  দরজা ভেঙে ভেতরে ঢােকেন তার স্বামীকে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য। ঘরের ভেতরে প্রবেশ করেই তারা দেখতে পান মালসায় করে রকমারি পদের খাবার সাজানাে রয়েছে জগন্নাথের জন্যে। ভাল ভাল খাবার চোখের সামনে দেখে তারা সেই সমস্ত সুস্বাদু খাবার লুট করে নেন। যা ভাণ্ডার লুট নামে সকলের কাছে পরিচিত।


আবার আরেকটি অংশ দাবি, বৃন্দাবন চন্দ্র প্রচুর ধনসম্পত্তির অধিকারী ছিলেন। রাজা তার রাজ্যের শক্তিমানদের চিহ্নিত করার জন্যই এই ভান্ডার লুটের আয়োজন করেছেন। যারা বেশি সংখ্যায় ভাণ্ডার লুট করতে সমর্থ হন তাদের বৃন্দাবন চন্দ্র তার মন্দির পাহারার দায়িত্বে নিয়ােগ করতেন।

ছবি - বিদেশ দত্ত ।


তবে প্রথা চালুর কারণ নিয়ে দ্বিমত থাকলেও প্রাচীন সেই রীতি মেনে এখনও প্রতিবছর উল্টোরথের আগের দিন জগন্নাথের মাসির বাড়ির মন্দিরের তিনটি দরজা একসঙ্গে খোলা হয় এবং ঘরের ভিতরে মালসায় করে সাজানো রকমারি খাবারের পদের এই প্রসাদ নেওয়ার জন্য মানুষের মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়। এই মালসা ভোগ পাওয়ার জন্য দূরদূরান্ত থেকে কয়েক হাজার মানুষ উল্টোরথের আগের দিন গুপ্তিপাড়ার এই বাড়িতে হাজির হন।


ভোগ


এই ভান্ডার লুটের ভোগের বিভিন্ন পদের জন্য গোবিন্দভোগ চালের খিচুড়ি, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, ছানার রসা, পনির ভাজা, পায়েস, ক্ষীর, ফ্রায়েড রাইস, মালপোয়া, সন্দেশ, ও রাবড়ি প্রভৃতি মিষ্টান্ন সহ মোট ৫২টি পদে খাবার সহ প্রায় ৫৫০ টি মালসা তৈরি করা হয়। প্রতিটি মালসা প্রায় ৫ থেকে ৭ কেজি করে খাবার রাখা হয়ে থাকে। 


এই ভোগ রান্নার জন্য ১০ জন রাঁধুনি ও ১০ জন সহকারী সহ মােট ২০ জন রান্নার কাজ করেন। সমস্ত আচার মেনে দুপুর দুটোর মধ্যেই সমস্ত খাবার তৈরি করে মালসায় সাজিয়ে মাসির বাড়িতে পৌঁছে দেওয়া হয়। বিকেল ৩ টায় মাসির বাড়ির দরজা বন্ধ করে দেওয়া হয়। এবং এর কিছুক্ষন পরে অর্থাৎ বিকাল ৪টে নাগাদ এই ভান্ডার লুটের অনুষ্ঠান শুরু হয়ে যায়। 




----------------------------------------------------------------------------------------------------------------------------


Rathyatra at Guptipara is one of the most famous rath yatras of Bengal. Despite various differences, it is believed that Madhusudananda started this chariot festival in 1840. The chariot of Guptipara is called the chariot of Vrindavan Jiur. But in other places it is said to be the chariot of God Jagannath. The feature of the chariot of Guptipara is that on the day of the opposite chariot, the treasures are looted here. Nowhere in India is the practice of looting these treasures seen.


This chariot ride was conducted by Sri Sri Vrindavanchandra Jiu Math. The Vrindavan Chandra and Krishnachandra temples of this monastery are two atchalas, the Ramchandra temple is of one chachala style. The Ramchandra temple is decorated with beautiful terracotta plaques.

Jagannath Dev's chariot is 36 feet high and 34 feet × 34 feet wide and has 16 wheels. The type of chariot is Navaratna.


History

It is not possible to say exactly when this chariot journey started. This rath yatra is about 400 years old. According to some people, it started between 1835 and 1840. According to another view, the procession was started in 1840 by Madhusudananda, the husband of Sri Sri Vrindavanchandra Jiu Math. In 183, Swami Prithananda was crushed to death under a chariot during a procession. After this incident, 13 peaks of the chariot were reduced to 9 peaks.


Vanderlut is one of the features of this chariot


Like other places in India, Jagannath Dev lives in a closed house behind his eyes at his aunt's house on this day. On this day Jagannath Dev is given a delicious and impeccable vegetarian diet. At the house of Jagannath Deb's aunt, 52 delicious vegetarian positions were celebrated.


Background


It is said that Jagannath came to his aunt's house in hiding and took shelter as he was having an affair with his wife Lakshmi Devi. After getting delicious food there, Jagannathdev stayed at his aunt's house. On the other hand, Lakshmi has doubts in her mind that her husband may have gone somewhere due to extramarital affairs. Later, he came to know from Vrindavan that Jagannath had taken refuge in his aunt's house not because he was a foreigner but because of his hard work. After that, Lakshmi hid and reached her aunt's house to bring her husband back. But, as there was no work in it, Vrindavan and Krishnachandra gathered the people and reached the aunt's house.


When they get there, they see that the three doors of the house are closed. At Lakshmi's request, Vrindavan and Krishnachandra broke down the door and went inside to take her husband back. As soon as they enter the house, they see that there are various dishes arranged for Jagannath in Malsa. Seeing the good food in front of their eyes, they looted all those delicious food. Which is known to everyone as treasure loot.


Another part claims that Vrindavan Chandra was the owner of a lot of wealth. The king plundered the treasury to identify the powerful in his kingdom. Vrindavan Chandra used to guard those who were able to loot a large number of treasures.


However, despite the disagreement over the reason for the practice, the three doors of the temple of Jagannath's aunt's house are opened at the same time every year on the eve of Ultorath, and people start rushing to take this prasad of various food items arranged inside the house. Thousands of people from far and wide flocked to this house in Guptipara the day before Ultorath to enjoy this Malsa.


Bhog


Govindbhog rice khichuri, fried eggplant, fried pumpkin, fried chicken juice, cheese fried, payes, milk, fried rice, malpoya, sandesh, and rabri etc. Is. About 5 to 6 kg of food is kept in each malsa.


Mate, along with 10 cooks and 10 assistants, cooks for this bhog. In accordance with all the rituals, all the food was prepared and delivered to the aunt's house in Malsa by two o'clock in the afternoon. The door of the aunt's house was closed at 3 pm. And shortly after that, at 4 pm, the looting of the store started.



3 Comments

  1. গুপ্তিপাড়ার রথযাত্রা সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম। Thank you very much for this post 👍👍

    ReplyDelete
    Replies
    1. পাশে থাকবেন এই রকম আরো পোস্ট নিয়ে আসবো আপনাদের জন্য।

      Delete

Post a Comment

Previous Post Next Post