শ্রী অদ্বৈত  পাট,  বাবলা,  শান্তিপুর,  নদিয়া

            শান্তিপুরের  কাছে  বাবলা  নামক  স্থানে  আম  বাগানের  মধ্যে  শ্রীঅদ্বৈত  পাট  অবস্থিত ।  যদিও  এই  স্থান  নিয়ে  মতভেদ  আছে ।  এই  অদ্বৈত  পাট  সমগ্র  বৈষ্ণবমণ্ডলীর   পরম  তীর্থক্ষেত্র ।  এই  পবিত্র  ক্ষেত্রে  শ্রীঅদ্বৈতাচার্য  জীবের  দুঃখ-কষ্ট   মোচনের  জন্য  কঠোর  তপস্যায়  ভগবানের  আরাধনা  করেছিলেন ।  জনশ্রুতি,  এই  আরাধনা  ক্ষেত্রেই  শচীমাতা  তাঁদের  পরম  পূজ্যপাদ  গুরুদেব  শ্রীঅদ্বৈত  প্রভুর  আশীর্বাদপূত  তুলসীমঞ্জরী  সেবনেই  শ্রীশ্রীগৌরাঙ্গসুন্দরকে  গর্ভে  ধারণ  করেছিলেন ।  চৈতন্যদেব  যখন  জন্মগ্রহণ  করেন  তখন  অদ্বৈতাচার্য়ের  বয়স  ৫২  বৎসর ।  তিনি  ১২৫  বছর  বেঁচেছিলেন ।

 

 

            বাবলা  শ্রীপাট  সেই  পবিত্র  স্থান  যেখানে  ঘটেছিল  গৌরাঙ্গ,  নিত্যানন্দ    অদ্বৈতের  মহামিলন ।  সন্ন্যাস  গ্রহণের  পর  এই  অদ্বৈত  ভবনে  মহাপ্রভু  দশ  দিন  অবস্থান  করেন ।  এখানেই  শচীমাতা  প্রাণের  দুলাল  সন্ন্যাসীবেশী  গৌরসুন্দরকে   নিজের  হাতে  রান্না  করে  আহার  করান ।  এখানেই  গৌরাঙ্গ  অদ্বৈতাচার্য়ের  কাছে  শ্রীমদ্ভাগবত    বেদশাস্ত্র  অধ্যয়ন করে  'বিদ্যাসাগর'  উপাধি  লাভ  করেন ।  এই  পবিত্র  ক্ষেত্রেই  ব্রজকল্পতরু  মাধবেন্দ্র  পুরী  অদ্বৈতাচার্যকে  দীক্ষা  দান  করেন ।  শ্রীহরিদাসের  অদ্বৈতপ্রভুর  কাছে  দীক্ষালাভ  এই  আশ্রম  ভূমিতেই ।  এই  স্থানেই  লাউড়ের  রাজা  দিব্যসিংহ  শাক্ত  ধর্ম  ত্যাগ  করে   অদ্বৈতাচার্য়ের  শিষ্য  হন  এবং  'লাউড়িয়া  কৃষ্ণদাস'  নামে  পরিচিত  হন ।

 

 শ্রীঅদ্বৈতপ্রভুর  প্রকটাবস্তায়  গঙ্গা  বাবলা  শ্রীপাটের  পাশ  দিয়ে  বইত ।  সাধু  সীতানাথ  দাস  নামক  শ্রীসম্প্রদায়ী  এক  বৈষ্ণব  স্বপ্নাদেশে  এই  বৈষ্ণব  তীর্থকে  পুনরুদ্ধার  করেন  এবং  ভিক্ষালব্ধ  অর্থ  দ্বারা  মন্দির  নির্মাণ  করে  শ্রীঅদ্বৈত  প্রভুর  দারুময়  মূর্তি,  শ্রীশ্রী  রাধাকৃষ্ণ  মূর্তি,  শ্রী  গোপাল  জিউ  মূর্তি,  শ্রীবিষ্ণুনারায়ণ  শিলা  প্রভৃতি  প্রতিষ্ঠা  করে  নিত্য  সেবা  করতে  থাকেন।  কথিত  আছে  যে  অদ্বৈতাচার্যের  বংশধর  প্রভুপাদ  বিজয়কৃষ্ণ  গোস্বামী  একদা  হরিসংকীর্তনের  দল  নিয়ে  সংকীর্তন  করতে  করতে  বাবলার  শ্রীপাটে  এলে  একটি  কুকুরের  ( ভক্তরাজ  কেলে )  ইঙ্গিতে  একটি  নির্দিষ্ট  স্থান  খনন  করলে  শ্রীঅদ্বৈত  প্রভুর  কমলাক্ষ  নামাঙ্কিত  কাষ্ঠ  পাদুকা    কমণ্ডলু  উদ্ধার  করেন।  সীতানাথ  দাস  বাবাজির  মৃত্যুর  পর  নারায়ণ  দাস  বাবাজি,  রাজকুমার  রায়    সীতানাথ  গোস্বামী  সেবার  ভারপ্রাপ্ত  হন।  সীতানাথ  সেবাসমিতির  হাতে  সেবার  ভার  দেন।  তিনি  সম্পাদক  এবং  রায়  নগেন্দ্রনাথ  মুখোপাধ্যায়  বাহাদুর  সভাপতি  থাকেন।  এরমধ্যে  শান্তিপুরের  কতিপয়  প্রসিদ্ধ  ব্যক্তির  স্বাক্ষর  সম্বলিত  পত্রের  দ্বারা  ক্ষমতাপ্রাপ্ত  হয়ে  শ্রীনিকুঞ্জমোহন  গোস্বামী  মন্দিরের  পুনঃসংস্কার  কার্যে  নিযুক্ত  হন  এবং  সেবাদিও  চালাতে  থাকেন।  এমন  সময়  বিরোধের  সৃষ্টি  হয়  এবং  মামলা  হয়।  একটি  সভায়  কয়েকটি  কারণে  তাঁকে  বর্জনের  প্রস্তাব  করে  শ্রী  রামচন্দ্র  গোস্বামী,  শ্রী  মানগোবিন্দ  গোস্বামী    সীতানাথ  গোস্বামীর  মধ্যম  পুত্র  শান্তিসুধাকে  সভ্য  করে  শেষোক্ত কে  সেবায়েত  নিযুক্ত  করা  হয়।  বর্তমানে  শ্রীঅদ্বৈত  পাটের  সেবায়েত  শ্রী  প্রশান্ত  গোস্বামী।    

            সাধু  সীতানাথ  দাস  শ্রীঅদ্বৈতাচার্যের  যে  মন্দির  নির্মাণ  করেন  সে  মন্দির  ভেঙে  পড়ায়  শ্রীবিজয়কৃষ্ণ  গোস্বামীর  শিষ্যরা  বর্তমান  দালান  মন্দিরটি  ১৩৪৯  সনের  ১৬ ই  বৈশাখ  পুননির্মাণ  করে  দেন।  মন্দিরের  ভিতর   শ্রীঅদ্বৈতাচার্যের  সুন্দর  দারুমূর্তি,  রাধাকৃষ্ণ    নারায়ণ  শিলা  প্রতিষ্ঠিত।  মন্দিরের  সামনে  নাটমন্দির।  মন্দিরের  প্রবেশদ্বার  দিয়ে  ঢুকলে  ডান  দিকে  পাশাপাশি  শ্রীবিজয়কৃষ্ণ  গোস্বামী    হরিদাস  ঠাকুরের  মন্দির।     মন্দিরের  পিছনে  বাঁ  দিকে  তিন  প্রভু  গৌর,  নিতাই    সীতানাথের  বিশ্রামস্থল।  পাশেই  শ্রীপাদ  মাধবেন্দ্রপুরির  মন্দির।  শ্রীঅদ্বৈতপাটে   প্রতি  বছর  মাঘ  মাসের  শুক্লপক্ষের  সপ্তমী  তিথিতে  শ্রীঅদ্বৈত  প্রভুর  আবির্ভাব  দিবস    দোলপূর্ণিমার  পর  সপ্তমী  তিথিতে  দোল  উৎসব  পালন  করা  হয়।

            বাবলার  শ্রীঅদ্বৈত  পাটে  যেতে  হলে  শিয়ালদহ  থেকে  শান্তিপুর  লোকাল  ধরুন ।  রেলপথে  শান্তিপুরের  দূরত্ব  ৯৩  কিমি।  ট্রেনে  সময়  লাগে  ঘন্টা  আড়াই ।  স্টেশন  থেকে  রিকশায়  বা  টোটোতে  পৌঁছে  যান  বাবলার  শ্রীপাটে।  শহরের  কোলাহল   থেকে  দূরে  আমবাগানের  মধ্যে  অবস্থিত।

সহায়ক  গ্রন্থাবলি  :

১)  শ্রীশ্রীঅদ্বৈত  পাট  :  শ্রী  সীতানাথ  গোস্বামী

২)  শান্তিপুর  পরিচয়  :  শ্রী  কালীকৃষ্ণ  ভট্টাচার্য

 ৩)  বাংলায়  ভ্রমণ ( ১ম  খণ্ড ) :  পূর্ববঙ্গ  রেলপথের  প্রচার  হইতে  প্রকাশিত



---------------------------------------------------------

Shri Advaita Pat, Babla, Shantipur, Nadia

Sri Advaita Jute is located in a mango orchard at Babla near Shantipur. Although there is disagreement about this place. This Advaita Jute is the absolute pilgrimage site of the entire Vaishnavism. In this sacred field, Sri Advaitacharya worshiped the Lord with severe austerities to relieve the suffering of the living. Rumor has it that in this case of worship, Sachimata conceived Sri Sri Gaurangasundara with the blessings of their supreme revered Gurudeva Sri Advaita Prabhu. Advaitacharya was 52 years old when Chaitanyadev was born. He lived to be 125 years old.


Babla Sripat is the holy place where the great union of Gauranga, Nityananda and Advaita took place. After taking sannyasa, Mahaprabhu stayed in this Advaita Bhavan for ten days. It was here that Shachimata cooked and fed Gaursundar, the dulal monk of Pran. It was here that Gouranga studied Srimad-Bhagavatam and Bedashastra with Advaitacharya and obtained the title 'Vidyasagar'. It was in this sacred field that Brajkalpataru Madhabendra Puri initiated Advaitacharya. It was on this ashram land that Sri Haridas was initiated by Advaita Prabhu. It was here that Divyasingh, the king of Laudar, renounced the Shakta religion and became a disciple of Advaitacharya and became known as 'Laudia Krishnadas'.


In the manifestation of Sri Advaita Prabhu, Ganga Babla flowed by Sripat. Sadhu Sitanath Das, a devotee of Sri Sampradaya, restored this Vaishnava pilgrimage in a dream and built a temple with begging money to establish the Darumaya idol of Lord Advaita, the idol of Sri Radhakrishna, the idol of Sri Gopal Ji, the idol of Sri Vishwanarayana Shila etc. It is said that Prabhupada Vijayakrishna Goswami, a descendant of Advaitacharya, once came to Babla's Sripat while chanting with a group of Harisankirtan. After the death of Sitanath Das Babaji, Narayan Das Babaji, Rajkumar Roy and Sitanath Goswami took charge of the service. Sitanath entrusted the service to Sebasamiti. He is the editor and Roy Nagendranath Mukherjee Bahadur is the president. In the meanwhile, Srinikunjmohan Goswami was empowered by a letter signed by some eminent persons of Shantipur and was engaged in the renovation work of the temple and also continued to run the service. At such times disputes arise and lawsuits are filed. At a meeting, Shantisudha, the middle son of Shri Ramchandra Goswami, Shri Mangobind Goswami and Sitanath Goswami, was offered to serve him. Shri Prashant Goswami is currently serving Shri Advaita Jute.



When the temple built by Sadhu Sitanath Das Sri Advaitacharya collapsed, the disciples of Sri Vijayakrishna Goswami rebuilt the present Dalan Mandir on 16th Baishakh 1349. Inside the temple there is a beautiful Darumurti of Sri Advaitacharya, Radhakrishna and Narayan Shila. Natmandir in front of the temple. Entering through the entrance of the temple, on the right side, there are temples of Sri Vijayakrishna Goswami and Haridas Tagore. Behind the temple on the left is the resting place of the three lords Gaur, Nitai and Sitanath. Next to it is the temple of Sripad Madhabendrapuri. Every year in Sri Advaitapat, Dol festival is celebrated on the seventh day of Shuklapaksh in the month of Magh, the day of the advent of Lord Sri Advaita and on the seventh day after Dolpurnima.


If you want to go to Sri Advaita Jute of Babla, take Shantipur local from Sealdah. The distance to Shantipur by rail is 93 km. The train takes an hour and a half. From the station, take a rickshaw or Toto to Bablar Sripat. Located in the mango orchard away from the hustle and bustle of the city.




Post a Comment

Previous Post Next Post